• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৪:০৬ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন হয়েছে


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫৭



ধান ও চাল সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন হয়েছে

সারাদেশের ন্যায় নেত্রকোনায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে নেত্রকোণাসহ ৪ জেলায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত এ কর্মসূচীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। স্থানীয়ভাবে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, ধান চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকিসহ অনেকে। এবছর জেলায় ৬ হাজার ৮৮২ মেট্রিকটন ধান ও ১৯ হাজার ৫৯৯ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। ২৮ টাকা কেজি দরে প্রতিকেজি ধান, ৪২ টাকা কেজি দরে সিদ্ধ চাল আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংগ্রহ অভিযান শেষ করা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ