মনোয়ার হোসেন, কুমারখালী প্রতিনিধি :
কুষ্টিয়া কুমারখালীতে জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল প্রদান করা হয়েছে।
বুধবার(৪ জানুয়ারী) সকালে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল মান্নান খান।
এসময় পৌর মেয়র মো.সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহসীন হুসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের কাছে বিতরণের জন্য ১১শ কম্বল হ্স্তান্তর করা হয়
মন্তব্য করুনঃ