• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৮:১৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার


রবিবার ১৭ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪



দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

আছানুল হক দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়নের তেকালা গ্রামের প্রবাসী সানের আলীর ছেলে শাহিন আলী (১১) গত ১১ ডিসেম্বর বিকেলে পাখি ভ্যান সহ বাড়ি থেকে বের হয়। পরে সে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

রোববার ( ১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে  উপজেলার আদাবাড়ীয়া মাঠে তোফান মোল্লার মেহগনির বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা।  খবর পেয়ে নিখোঁজ শাহিনের পরিবারের লোকেরা লাশ শণাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন,  জিডি হওয়ার পর থেকে আমরা শাহিনকে উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। আজ তার লাশ পাওয়া গেছে। তাকে  পাখি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->