• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:৫৭:৩৫ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ; লাবু চৌধুরী


মঙ্গলবার ২৯শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫৪



উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ; লাবু চৌধুরী

বক্তব্য রাখছেন শাহদাব আকবর লাবু চৌধুরী।

আবু নাসের হুসাইন, সালথা:

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। এসময় মা প্রয়াত সাজেদা চৌধুরীর মতো নিজেও সালথা-নগরকান্দার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন নব নির্বাচিত এ সংসদ সদস্য। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, এমপির সহধর্মীনি শাহনাজ খান, ছেলে শাহবাব আকবর, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->