মফিজুর রহমান মুবিন, মধুখালী:
ফরিদপুরে হাইওয়ে পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার নতুন ভবন চত্বরে এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সায়লা-সাফির মানব কল্যাণ সংস্থা ও আর.পি.কে.পি, ফরিদপুরের সৌজন্যে ও ফরিদপুর সামাজিক বন বিভাগ এর সহযোগিতায় এই বৃক্ষরোপন কর্মসূচি হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইওয়ে পুলিশ অতিরিক্ত ডিআইজি মো. আতিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং সায়লা সাফির মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এম এম শরিফুল ইসলাম সেলিম সহ অন্যান্যরা।
মন্তব্য করুনঃ