• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৬:২১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

ফরিদপুর-৩: আওয়ামী লীগের শামীম হকের প্রার্থিতা বাতিল


শুক্রবার ১৫ই ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৫০



ফরিদপুর-৩: আওয়ামী লীগের শামীম হকের প্রার্থিতা বাতিল

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দ্বৈত নাগরিকত্বের কারণে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

আজ শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন। 

শামীম হক দ্বৈত নাগরিক হওয়ায় বুধবার ইসিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে তাঁর প্রার্থিতার বৈধতা নিয়ে আংশিক শুনানি হয়। পরে শুনানি স্থগিত রেখে ইসি শুক্রবার রায়ের দিন নির্ধারণ করেছিল। 

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। 

এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সদ্য বিদায়ী সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতাকে অবৈধ ঘোষণা করেছে ইসি। 

কক্সবাজার-১ আওয়ামী লীগের সালাহউদ্দিন আহমেদের আপিল আবেদন নামঞ্জুর করেছে ইসি। ফলে তাঁর প্রার্থীতা বাতিলই থাকছে।  

বরিশাল-৪ আসনে নৌকার শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করেছে ইসি। স্বতন্ত্রে পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল থাকবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->