• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:১৫:১৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার কুমারখালীতে নবান্ন উৎসব ও কৃষি সমাবেশ


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:৩৬



No Caption

কুষ্টিয়ার কুমারখালীতে নবান্ন উৎসব ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে বুধবার বিকেলে কুমারখালীর চাদপুর ইউনিয়নের জুংগলি জিকে ক্যানেলপাড়ায় এ নবান্ন উৎসব ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। 

কৃষি সমাবেশ শেষে ৭৫ জন কৃষকের মাঝে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিওপি রাসায়নিক সার এবং পাঁচজন কৃষকের মাঝে পাঁচটি সীডার যন্ত্র বিতরণ করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মো. সায়েদুল ইসলাম।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->