আবু নাসের, সালথা(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় রাতের বেলায় ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের অপরাধে মো.ইমামুল মোল্যা ও আব্দুর রহিম মোল্যা নামে দুই যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এসময় তাদের কাছ থেকে পাখি ও পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার(২৫ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো.সালাউদ্দিন আইয়ূবী এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ইমামুল মোল্যা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের কৃষক মো.মাজেদ মোল্যার ছেলে। আব্দুর রহিম একই গ্রামের কৃষক ছাদেক মোল্যার ছেলে।
এর আগে অতিথি পাখি শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান সালথা থানার উপ-পরিদর্শক সৈয়দ আওলাদ হোসেন। আটককৃতদের কাছ থেকে ৫টি জীবিত অতিথি পাখি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুনঃ