• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৯:২৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০২:৫৬ পিএম, ১০ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


সোমবার ১০ই জুলাই ২০২৩ দুপুর ০২:৫৬



ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জাতীয় সংসদে দেয়া সংরক্ষিত নারী আসন এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমের বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বেলা ১১টায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়, অন্নদা স্কুল মোড় ও উপজেলা সদরে কর্মসূচী পালন শেষে শহিদ মিনার এলাকায় উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি হয়। 

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী ও যুবলীগ নেতা মাহফুজ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

বক্তারা অভিযোগ করেন, সংসদ সদস্য উম্মে ফাতেমা বেগম তার স্বামী, ভাসুর ও শ্বশুরের হত্যা ঘটনায় সংসদে বানোয়াট বক্তব্য দিয়েছেন। এছাড়া হত্যা ঘটনায় প্রকৃত খুনিদের বাদ দিয়ে সরাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীকে আসামী করে হয়রানী করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->