• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২১:৫৮ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৫:০৩ পিএম, ২৪ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীতে জনবল কাঠামো বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ


সোমবার ২৪শে জুলাই ২০২৩ বিকাল ০৫:০৩



আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীতে জনবল কাঠামো বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীতে জনবল কাঠামো বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা। রোববার বিকেলে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক কলোনী মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যুৎ কেন্দ্র এলাকার প্রধান প্রধান সড়করাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কলোনী মার্কেটে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এপিসিএল শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ইসরাইল মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য ও এপিসিএল শ্রমিকলীগের সদস্যমোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম বজলুল হক রবিন, সিবিএ’র সাধারণ সম্পাদক এনামুল হক এবং শ্রমিক নেতা আবুল কালাম আজাদসহ অনেকে। বক্তারা বলেন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-কর্মচারীদের মতামত উপেক্ষা করে এ জনবল কাঠামো অনুমোদন করা হয়েছে। বৈষম্যমূলক জনবল কাঠামো স্থগিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->