ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সাথে ধাক্কা লেগে জিয়াউর রহমান (১৮) নামে এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের সুলতানপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রামরাইল ইউপির মোহাম্মদপুর গ্রামের কবির আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কসবামূখী একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা-সিলেট সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিয়াউর নিহত হয়। এ ঘটনায় অটোরিকশার আরও ৩ যাত্রী আহত হয়েছে। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো এমরানুল ইসলাম। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য করুনঃ