• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৪৩:১৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

পাংশায় বীরবিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:০৪



পাংশায় বীরবিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অতিথিরা।

মোঃ শাহিন রেজা, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বীরবিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার(১৪ জানুয়ারী) দুপুরে বাহাদুরপুর কাজী পাড়ায় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিটিউট গাজীপুরের সাবেক মহাপরিচালক ড.এম এ মাজেদ।

এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজবাড়ির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন,পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->