• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:৫১:০২ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

রাজবাড়ীতে মাদকের বিস্তার; আসক্ত স্কুল-কলেজের তরুণরা


বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০২৪ দুপুর ০১:৫০



ছবি: মাদকাসক্ত হয়ে পড়েছে এলাকার কিশোর তরুণরা

শাহীন রেজা, রাজবাড়ী প্রতিনিধি: 

খরস্রোতা পদ্মানদী বিধৌত জেলা রাজবাড়ী। এ জেলার উত্তরে পাবনা, পূর্বে মানিকগঞ্জ, দক্ষিণে ফরিদপুর, মাগুরা ও ঝিনাইদহ এবং পশ্চিমে কুষ্টিয়া জেলার অবস্থান। এসব সীমান্তবর্তী জেলা থেকে বিভিন্ন মাধ্যমে গাঁজা, ইয়াবা, হেরোইনসহ হরেক রকমের মাদক প্রবেশ করছে রাজবাড়ীতে। এরপর স্থানীয় মাদক ব্যবসায়ীদের হাত ধরে এসব মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে জেলার বিভিন্ন এলাকায়। আসক্ত হয়ে পড়ছে এলাকার কিশোর তরুণরাও। মাদকের টাকা জোগাড় করতে চুরি ছিনতাই সহ নানা অপরাধ প্রবনতা বাড়ছে সমাজে। অতিষ্ঠ এলাকাবাসী। 

স্থানীয় জনপ্রতিনিধি পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কথা বলছেন।

রাজবাড়ীর অতিরক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন মাদকের বিরুদ্ধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে । 

পুলিশি অভিযানে আটকের পর আইনের ফাঁকফোকর গলে বের হয়ে আসছে মাদক কারবারীরা। ফের রমরমা হয়ে উঠছে মাদকের কারবার। রাজবাড়ী জেলায় প্রতিদিন অন্তত কোটি টাকার মাদক বেচাকেনা হয় বলে জানাচ্ছে খোদ মাদক কারবারীরা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->