• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৫:৩৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৫:১৭ পিএম, ২৩ অগাস্ট ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

সাংবাদিকদের গালমন্দ করায় পৌরসভার মেয়রের শাস্তি দাবী করে মানববন্ধন


বুধবার ২৩শে আগস্ট ২০২৩ বিকাল ০৫:১৭



ফাইল ছবি

সাংবাদিকদের গালমন্দ করায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলের শাস্তি দাবী করে মানববন্ধন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। 

বুধবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করেন স্থানীয় সাংবাদিকরা। এর আগে গত ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে হাসিমুখে শ্রদ্ধা জানান মেয়র নজরুল ইসলাম মন্ডল। 

বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রকাশও হয়। এতে চরম ক্ষিপ্ত হন মেয়র নজরুল ইসলাম মন্ডল। এক পর্যায়ে সমকালের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আজু শিকদারকে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ করেন তিনি। 

একই সময় জেলার সকল সংবাদকর্মীকেও গালমন্দ করেন মেয়র নজরুল ইসলাম।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->