• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১০:১৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচী পালন


বুধবার ১১ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:২৬



চট্টগ্রামে বিএনপির বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচী পালন

চট্টগ্রামে অনুষ্ঠিত বিএনপির গণঅবস্থান কর্মসূচীতে দলীয় নেতারা।

প্রশান্ত সুভাষ চন্দ, চ্যানেল এস ডেস্ক :

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে চট্টগ্রামের সিআরবি এলাকায় গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

চট্টগ্রামে বিএনপির গণ অবস্থান কর্মসূচীতে দলীয় নেতারা।

বুধবার(১১ জানুয়ারী) সকালে নগরীর সিআরবি এলাকায় বিভাগীয় বিএনপির উদ্যোগে এ কর্মসূচী শুরু হয়ে বিকের ৩টায় শেষ হয়। 

মহানগর বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আবুল খায়ের, অধ্যাপক জয়নাল আবেদীন,বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->