• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১৭:১৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

১৩ মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার নিখোঁজ


সোমবার ৮ই জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৪৯



১৩ মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার নিখোঁজ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

১৩ মাঝিমাল্লা নিয়ে ‘মা জননী’ নামে একটি ফিশিং ট্রলার গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। এরই মধ্যে ট্রলারটি খুঁজতে আনোয়ারার উপকূল থেকে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে। কিন্তু ফিশিং ট্রলারটির কোনো খোঁজ পাওয়া যায়নি। 

গত বুধবার (৩ জানুয়ারি) রাত আটটার দিকে চট্টগ্রামের আনোয়ারার সরেঙ্গা ঘাট থেকে মাছ ধরার জন্য রওনা দেয় ট্রলারটি। ট্রলারে ১৩ মাঝিমাল্লা ছিলেন। তাদের মধ্যে আব্দুল মান্নান, আলী হোসেন, জালাল, দেলোয়ার, রায়হান। এবং ট্রলারটি মাঝি ছিলেন, কালু মাঝি প্রমুখ রয়েছেন। 

ট্রলারটির মালিক মো. নিজাম উদ্দিন ও ওবাইদুল হক মুন্না বলেন, ‘ট্রলার রওনা দেওয়ার সময় ট্রলারে ১৫ দিনের খাবার দেওয়া হয়। বুধবার রাতে রওনা দেওয়ার পর শুক্রবার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তখন তারা আমাদের জানিয়েছিলেন ট্রলারের ইঞ্চিলের সমস্যা হয়েছে ট্রলার চলছে না। তারা এখন পানিতে ভাসছে। তখন তারা সেন্টমার্টিনের বাইরে ও টেকনাফের কাছাকাছি ৩০ ভিউ পানিতে (জেলেদের নিজস্ব ভাষা) নেটওয়ার্কের মধ্যে অবস্থান করছিলেন বলে জানান। পরে তখনই তাদের উদ্দেশ্যে আমরা আরেকটা ট্রলার পাঠাই। ট্রলারটি তিনদিন ধরে খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ পাইনি। বিষয়টি আমরা নৌ-পুলিশকে জানিয়েছি।’ 

নৌ-পুলিশের দায়িত্বরত কর্মকর্তা মো. ফারুক বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে আমরা গত কয়েকদিন ধরে নির্বাচনী দায়িত্বে আছি। এরই মধ্যে আমরা একাধিক স্থানে বিষয়টি জানিয়েছি।’ 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->