হাসান পিন্টু, লালমোহন প্রতিনিধি :
ভোলার লালমোহনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ভোলার লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকালে কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
কলেজ ছাত্রলীগের আহবায়ক নাহিদুল ইসলাম পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এবং পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ