• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ দুপুর ১২:১৩:৪০ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

০৭:২০ পিএম, ১৬ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

ভোলার লালমোহনে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


রবিবার ১৬ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২০



ভোলার লালমোহনে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে ডোবার পানিতে ডুবে আরমান হোসেন নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২নং নম্বর ওয়ার্ড একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আরমান ওই এলাকার কামাল হোসেনের ছেলে। জানা গেছে, রোববার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আরমান। এ সময় তার মা ঘরে কাজ করছিলেন। পরে তিনি বের হয়ে শিশুটিকে উঠানে না দেখে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে ঘরের পাশের ডোবায় শিশু আরমানকে ভাসতে দেখেন মা। এ সময় শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->