ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক:
হঠাৎ প্রিয় নানাকে হারিয়ে একা হয়ে গেছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। নানাকে হারানোর পর সে বেদনা আজ ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ৪টি ছবি পোস্ট করেন পরী। পোস্ট করা ৪টি ছবিই ছিল পরীর নানার কবরের। পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে, নানার কবরের সামনে সাদা পোশাকে বসে আছেন পরী।
পোস্ট করা এ ৪ ছবির সঙ্গে একটি আবেগী লেখাও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। যেখানে নানার মৃত্যুর পর নিজেকে এতিম অনুভব হওয়ার কথা জানিয়েছেন পরী। তবে শোক সহ্য করার ক্ষমতাও জানিয়েছেন তিনি। ফেসবুকে পোস্ট করা ওই লেখায় জীবনের চরম সত্য ‘মৃত্যু’ নিয়ে পরীর দৃষ্টিভঙ্গিও ফুটে উঠেছে। নানাকে হারানোর পর পরী মনে করেন, জীবন সুন্দর হলে মৃত্যু আরও বেশি সুন্দর।
পাঠকের জন্য চিত্রনায়িকা পরীমণির সে পোস্ট তুলে ধরা হলো- এই কবর স্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনো দিন। এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা সবাই জানেন এই মানুষটা আমার জন্য কী ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বট গাছ করে দিয়ে গেছে। এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন এটা আমার নানুর দোয়া। কতো ভাগ্যে আমি আমার নানুর সাথে তার শেষ কালেমা পড়তে পেরেছি! আহা নানুভাই কতো শান্তনায় রেখে গেলো আমাকে। জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর…….❤️
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২ টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পরীমণির নানা শামসুল হক গাজী। তাকে গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে দাফন করা হয়।
বাবা-মায়ের মৃত্যুর পর নানা শামসুল হক গাজীর অকৃত্রিম ভালোবাসাতেই বড় হয়ে ওঠেন ছোট্ট পরী। তিনিই ছিলেন পরীমণির একমাত্র অভিভাবক।
মন্তব্য করুনঃ