• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:১১:৪৮ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

নীলফামারীতে মাটি খুঁড়তে বেরিয়ে এল রাইফেল-মাইন-গ্রেনেড


মঙ্গলবার ২৩শে এপ্রিল ২০২৪ দুপুর ১২:৫১



নীলফামারীতে মাটি খুঁড়তে বেরিয়ে এল রাইফেল-মাইন-গ্রেনেড

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে সেচ ক্যানেলের মাটি খনন করার সময় থ্রি নট থ্রি রাইফেল, পরিত্যক্ত মাইন ও গ্রেনেডসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ। অস্ত্রগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বলে ধারণা করা হচ্ছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া গ্রামের ক্যানেল বাজার এলাকায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া প্রধান সেচ ক্যানেলের মাটি খননের সময় এসব বের হয়ে আসে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, ক্যানেলের মাটি খননের সময় একটি গ্রেনেড, একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি পরিত্যক্ত মাইন, একটি ভাঙা মর্টার সেল ও একটি রাইফেলের ম্যাগাজিন উঠে আসে। স্থানীয়রা কিশোরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্থানটি ঘিরে রাখে। ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, উদ্ধার অস্ত্রগুলো জরার্জীণ হলেও পুলিশ প্রহরায় রাখা হয়েছে। বোমা নিস্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব মুক্তিযুদ্ধকালীন সময়ের অস্ত্র। এদিকে অস্ত্র উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->