• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৩:৩৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসা‌য়ী গ্রেফতার


সোমবার ১৯শে ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:১৯



কিশোরগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসা‌য়ী গ্রেফতার

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী সহ ৩ মাদক ব‌্যবসা‌য়ীকে আটক করেছে পু‌লিশ।

সোমবার (১৯ ডি‌সেম্বর) ভোরে উপ‌জেলার বটতলা ও কাওয়ালীকান্দা এলাকায় পৃথক অভিযান চা‌লি‌য়ে তাদেরকে গ্রেফতার ক‌রে পাকু‌ন্দিয়া থানা পু‌লিশ।

গ্রেফতারকৃতরা হ‌চ্ছেন- উপ‌জেলার বটতলা নরপ‌তি গ্রা‌মের ম‌তিউর রহমা‌নের স্ত্রী সু‌ফিয়ার (৬০), কাওয়ালীকান্দা গ্রা‌মের মৃত ইছব আলীর ছে‌লে রা‌জিব মিয়া (৩৪) ও ক‌রিমগঞ্জ উপ‌জেলা সদ‌রের আয়লা গ্রা‌মের ক‌ফিল উদ্দিন ছে‌লে মো. র‌ফিক (২৩)।

এসব ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->