• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:২২:৫৫ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালি লেপন


মঙ্গলবার ৩রা জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:২৯



কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালি লেপন

দূর্বৃত্তদের দেয়া কালি অপসারণের কাজ চলছে।

শহীদুল ইসলাম পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি :

মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালোকালি লেপন করেছে দুর্বৃত্তরা।

সোমবার(২ জানুয়ারী) রাতে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।

সকালে বিষয়টি নজরে আসলে প্রশাসনের উদ্যোগে দ্রুত রঙ মুছে ফেলা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন,পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এদিকে থানা থেকে মাত্র ২শ গজ দূরে সংগঠিত এমন ঘটনাকে দু:খজনক বলে মন্তব্য করেছেন সৈয়দ নজরুল ইসলামের ভাতিজা সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->