জামালপুরের সরিষাবাড়ীতে মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকায় সরিষাবাড়ী -দিগপাইত সড়কে এ ঘটনা ঘটে। আহত যাত্রীরা সবাই উপজেলার মাদারগঞ্জ এলাকার বাসিন্দা। জানা গেছে, গাড়িটি মাদারগঞ্জ বাস স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে সানাকৈর বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ ঘটনায় আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য করুনঃ