• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৪৬:৫৮ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

জামালপুরে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার মধ্যে হামলা পাল্টা হামলা


শনিবার ১২ই আগস্ট ২০২৩ রাত ০৮:৪৯



No Caption

চ্যানেল এস ডেস্ক: 

জামালপুরে ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার মধ্যে হামলা পাল্টা হামলা, গাড়ী ভাংচুরে ঘটনা ঘটেছে। ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে জামালপুর শহরের পাথালিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় পৌর কাউন্সিলরের ব্যক্তিগত গাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মাহমুদসহ ৪ জনকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->