• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১৫:৫৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

তিন বেসরকারি হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা


বৃহঃস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫



তিন বেসরকারি হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগ্রহীত

শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি: 

জামালপুরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে শহরের তিনটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকারের নেতৃত্বে ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

এসময় জরুরী বিভাগে ডাক্তার না থাকাসহ বিভিন্ন অভিযোগে শহরের অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা, মা নার্সিং হোম অ্যান্ড হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।একইসঙ্গে অভিযুক্ত হাসপাতালগুলির অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশ দফা নির্দেশনা বাস্তবায়নে এ অভিযানের লক্ষ্য বলে জানান জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার।এসময় সহকারী কমিশনার তন্ময় হালদার এবং মেডিকেল অফিসার ডাক্তার রাফিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->