মোঃ শামীম হোসেন, জামালপুর:
জামালপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মোড়ে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এবং পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু সহ অন্যান্যরা। এসময় জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ