• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:২৪:৫৬ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার


সোমবার ২৭শে মে ২০২৪ দুপুর ০১:২৩



দেওয়ানগঞ্জে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

মুন্নী আক্তার তৃতীয় লিঙ্গের একজন উজ্জ্বল ব্যক্তির নাম। গত ২১ মে  উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মুন্নী। যে লিঙ্গের মানুষেরা সমাজে লাঞ্ছিত, যাদেরকে দেখা হয় কিছুটা ভিন্ন চোখে, কটাক্ষের পাত্র হয়ে করে বিচ্ছিন্ন জীবন যাপন। সেই শ্রেণি থেকে ওঠে আসা মুন্নী আক্তার নির্বাচনে জয়ী হয়ে সৃষ্টি করেছেন এক অন্যন্য দৃষ্টান্ত। নির্বাচনে জয়ের পর সে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে করছেনসৌজন্য সাক্ষাৎ। 

১৯৯৬ সালে জামালপুর সদর উপজেলার নুর ইসলাম এবং রেজিয়া খাতুন দম্পতির ঘরেজন্মগ্রহণ করেন তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার। ছয় ভাই বোনের মধ্যে মুন্নী দ্বিতীয়। বর্তমানে দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের বাসিন্দা তিনি। 

জ্ঞানহওয়ার পর থেকে লিঙ্গগত কারণে অপমান, উপহাস, তাচ্ছিল্য আর নিগ্রহের শিকার হন মুন্নী। স্থানীয় স্কুল থেকে ১০ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে পেশা হিসেবে বেছে নেন কৃষি ও ব্যবসাকে। 

তাঁর সম্প্রদায়ের লোকদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন দূর্যোগে দরিদ্র মানুষকে সহায়তা করে আসছেন তিনি। এবারের নির্বাচনে ভোট চাইতেগিয়েও লাঞ্ছিত হতে হয়েছে মুন্নিকে। তবুও দমে যাননি তিনি। অদ্যম ইচ্ছাশক্তি নিয়ে ৫ প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন নির্বাচনে। সৃষ্টি করেছেন এক অন্যন্য দৃষ্টান্ত। খেটেখাওয়া, হতদরিদ্র ও সমাজে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান মুন্নী। 

এদিকে মুন্নী আক্তার নির্বাচিত হওয়াই খুশি স্থানীয়রা। যে কোনো সমস্যায় মুন্নীকে পাশে পান বলে জানান স্থানীয়রা। 

সেলাইমেশিন প্রতীকে তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার ২৩ হাজার ৭শ ৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীমাজেদা পেয়েছেন ২১ হাজার ১শ ৮৪ ভোট। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->