• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২২:১০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

প্রথম নারী মেয়র পেল কুমিল্লা


শনিবার ৯ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮



প্রথম নারী মেয়র পেল কুমিল্লা

ছবি: সংগ্রহীত

চ্যানেল এস ডেস্ক: 

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে ফল ঘোষণা করা হয়েছে। এতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা। এর মধ্য দিয়ে কুমিল্লা প্রথমবারের মতো নারী মেয়র পেল। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। 

ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

ঘোষিত ফলে জানা গেছে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->