আমির হোসেন, কুমিল্লা:
কুমিল্লায় র্যাবের অভিযানে ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৬৪ কেজি গাঁজা, ৯৬ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের নুর আহম্মদের ছেলে আবু জোবায়ের হোসেন, একই গ্রামের শরীফ মোঃ ইউসুফের ছেলে মো. ইসমাইল হোসেন এবং সদর দক্ষিণ মডেল থানার কুড়িয়াপাড়া গ্রামের চেরু মিয়ার ছেলে কবির হোসেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা জব্দকৃত প্রাইভেটকার দুটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে আসছে। পরে তা কুমিল্লা বিভিন্ন স্থনে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।
মন্তব্য করুনঃ