• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৫:০৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কুমারখালীতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষককে সম্মাননা প্রদান


সোমবার ২৬শে ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৪৯



কুমারখালীতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষককে সম্মাননা প্রদান

সম্মাননা প্রদান অনুষ্ঠান।

মনোয়ার হোসেন, কুমারখালী(কুষ্টিয়া)প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সোমবার(২৬ ডিসেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শামসুদ্দিন আহমেদ (শাম) ফাউন্ডেশনের উদ্যোগে দরবেশপুর জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়,মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং তিনজন গুণী শিক্ষক ও চারজন অভিভাবককে সম্মাননা প্রদান করা হয়। 

সাভার বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা খানমের সভাপতিত্বে ও শাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক ডিন ড. ছরোয়ার মোর্শেদ। এসময় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায় সহ অনেকে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->