হাসান পিন্টু, ভোলা দক্ষিন প্রতিনিধি :
শেখ হাসিনার আমলেই দেশের মানুষ ন্যায্য অধিকার পায় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার(৯ জানুয়ারী) সকাল থেকে ভোলার লালমোহন পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
দিনব্যাপী প্রায় ৭ হাজার অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ