• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫৭:৫৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:৪৮



সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জালাল শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জালাল শেখ ইউনিয়নের নিজগ্রাম এলাকার শুকুর ফকিরের ছেলে। 

জানা গছে, কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সমর্থকদের মধ্যে গত ৩ দিন ধরে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। বুধবার রাতে অজ্ঞাতনামা কয়েকজন কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের সাবেক চেয়ারম্যন সমর্থক গিয়াস তালুকদারের হাতের কব্জি কেটে ফেলে। 

ওই ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এনিয়ে দুপক্ষের বিভিন্ন বাড়িতে লুটপাটের ঘটনাও ঘটে। বর্তমানে ইউনিয়নে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->