• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৩:২১ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

পরিবেশ দিবসে ক্যান্সার সোসাইটির উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি


বুধবার ৫ই জুন ২০২৪ বিকাল ০৩:৪০



পরিবেশ দিবসে ক্যান্সার সোসাইটির উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি। ছবি: চ্যানেল এস

চ্যানেল এস ডেস্ক: 

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৪ সাল থেকে বিশ্বব্যপী এ দিবস পালিত হয়ে আসছে। এবছর দিবসটির প্রতিপাদ্য “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।“ দিবসটি উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। 

কয়েক বছরে বৈশ্বিক উষ্ণতা, ঘূর্ণিঝড়, জলবায়ু পরিবর্তন বলছে প্রাকৃতিক বিপর্যয়ের কথা। এসব দিক বিবেচনায় বিশ্ব পরিবেশ দিবসে বুধবার দেশব্যাপী র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। 

পরিবেশ দিবসে সকাল সাড়ে সাতটায় র‌্যালীর আয়োজন করে সংগঠনটি। হাতে গাছ নিয়ে র‌্যালিটি রাজধানীর ফরিরাপুল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেক পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন। 

র‌্যালি শেষে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। এসময় ফকিরাপুল, আরামবাগ, শাজাহানপুর ও মতিঝিল এলাকার রোড ডিভাইডারে গাছ রোপন করেন তারা। আম, বকুল, নিমসহ বিভিন্ন প্রজাতির অন্তত ২০০ চারা রোপন করা হয়। এছাড়াও সারাদেশে অন্তত এক হাজার গাছ রোপন করেন সংগঠটির সদস্যরা। 

বৃক্ষরোপন ও র‌্যালি আয়োজনের বিষয়ে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ডা. সৈয়দ হুমায়ুন কবীর বলেন, আমরা একটি সুন্দর দেশ ও পৃথিবীর স্বপ্ন দেখি। যেখানে মানুষ শান্তিতে নিঃশ্বাস নিবে। সেজন্য দেশের প্রতিটি পরিবারের অন্তত একটি করে বৃক্ষ রোপন করা উচিৎ। 

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দেশের মানুষের নানান স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবীর আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য বড় হুমকি। বিভিন্ন দেশ থেকে ই-বজ্য দেশে নিয়ে আসা হচ্ছে যা ক্যান্সার সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে। দেশের মানুষকে সুন্দর প্রকৃতিতে নিঃশ্বাস নিতে হলে সরকারকে এসব দিকে মনোযোগ বাড়াতে হবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->