এনামুল হক, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন কমিটির উদ্যোগে বুধবার(১৪ ডিসেম্বর) রাতে বিজয় মেলা মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। প্রধান আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ। এসময় উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ও জেলা পরিষদের সদস্য আলী আক্কাস পাটওয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ