মনোয়ার হোসেন, খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় শেষ হয়েছে তিন দিনব্যাপী পল্লী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার(১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বশোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আখতার, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বশোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী মেলায় বিভিন্ন রকম গ্রামীন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করুনঃ