• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২২:৪৩ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

ভালোবাসার টানে তাইওয়ান থেকে বাংলাদেশের শরীয়তপুরে নারী


শুক্রবার ২৫শে নভেম্বর ২০২২ বিকাল ০৩:১৭



ভালোবাসার টানে তাইওয়ান থেকে বাংলাদেশের শরীয়তপুরে নারী

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

প্রেম কোনো ধর্ম, বর্ণ বা দেশ মানে না। সে কথা আরও একবার প্রমাণিত হলো। বাংলাদেশি যুবক রমজানের প্রেমের টানে নিজ দেশ তাইওয়ান ছেড়ে শরীয়তপুরের নড়িয়ায় চলে এসেছেন লুওয়েসু (৩১)। পরবর্তীতে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিনা ছৈয়াল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মুসলিম নিয়ম মেনেই বিয়ে হয়েছে তাদের।

৪ বছর আগে ২০১৮ সালে একই কোম্পানিতে চাকরি করার সূত্রে পরিচয় হয় রমজান ও নিনার। পরে ইনস্টাগ্রামে যোগাযোগ হলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২ বছর চাকরির পর নিনা চলে যান দুবাই। পরবর্তীতে নিনার কারণেই রমজানও দুবাই পাড়ি জমান।

নিনা তার মা-বাবা ও ভাইকে নিয়ে তাইওয়ান থেকে গত ২১ নভেম্বর বাংলাদেশে আসেন। ওইদিনই আদালতে আইনজীবীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেন তিনি। ২২ নভেম্বর তারা শরীয়তপুরে রমজানের বাড়িতে আসেন। আজ তার নিজ বাড়িতে মুসলিম রীতিতে বিয়ে হয়।

স্থানীয়রা বুধবার সকাল থেকেই নববধূকে দেখতে ভিড় জমান বিয়ে বাড়িতে। তাদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->