• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৮:৫১ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত


শনিবার ১২ই আগস্ট ২০২৩ রাত ০৯:০৪



No Caption

চ্যানেল এস ডেস্ক: 

শরীয়তপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মামলার বিচার কার্য ত্বরান্নিত করতে এই কনফারেন্সের আয়োজন করা হয়। শনিবার সকালে জেলা ও দায়লা জজ আদালত ভবনে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপত্বি করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেদায়েতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়লা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহাবুবুল আলম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট চাদনী রূপম, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দিনসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন মামলার সাথে সম্পৃক্ত সকলে আন্তরিক হলে দ্রুত মামলা নিস্পত্তি করা সম্ভব।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->