• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১০:৩৫:৪৭ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

মুন্সিগঞ্জে বাসচাপায় দশম শ্রেণির স্কুল শিক্ষার্থী নিহত


রবিবার ৩০শে জুন ২০২৪ বিকাল ০৪:৪১



মুন্সিগঞ্জে বাসচাপায় দশম শ্রেণির স্কুল শিক্ষার্থী নিহত

ছবি: চ্যানেল এস

জয় ঘোষ, মুন্সিগঞ্জ: 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে যাত্রীবাহী বাসের চাপায় দশম শ্রেণীর রুমাইসা নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিগাঁও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, দ্রুতগতির কয়েকটি মোটরসাইকেল বালিগাঁও থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পেছন থেকে পড়ে যায় রুমাইসা। 

এ সময় যাত্রীবাহী বাসের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ওই স্কুল শিক্ষার্থী। পরে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমাইসাকে মৃত ঘোষণা করেন। 

নিহত স্কুল শিক্ষার্থী রুমাইসা কিশোরগঞ্জ সদর উপজেলার মোহাম্মদ ফেরদৌস হাসানের মেয়ে। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ইলিশ পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->