• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৮:১৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

দেশের জনগণই আওয়ামী লীগের বড় শক্তি : এমপি শাওন


বৃহঃস্পতিবার ২০শে অক্টোবর ২০২২ বিকাল ০৫:৪৮



দেশের জনগণই আওয়ামী লীগের বড় শক্তি : এমপি শাওন

নুরুন্নবী চৌধুরী শাওন

দেশের জনগণই আওয়ামী লীগের বড় শক্তি বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার সিকদারহাট বাজারে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ এখন সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে বলে জানান এ সংসদ সদস্য। 

তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে এবং দেশের মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পশ্চিম চরউমেদ ইউনিয়নের  ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহিন মাতাব্বরসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->