মফস্বল ডেস্ক :
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত জেরা করায় বাইকে আগুন দিলেন এক যুবক। মৌলভীবাজারের শহরতলীর জগন্নাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।
রোববার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোটরসাইকেল চালক মামুন আহমদ কাগজপত্র আছে কিনা জানতে চান। তিনি কাগজপত্র দেখাতে পারেননি। এ নিয়ে জেরার একপর্যায়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন মামুন। সেই দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টও করেন।
মামুন আহমদ জানান, তিনি মোটরবাইক মেরামতের জন্য ওয়ার্কশপে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন। কাগজপত্র সাথে নেই জানালে আদালত একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। এ নিয়ে জেরার একপর্যায়ে ক্ষোভে তিনি নিজের মোটরবাইকে আগুন ধরিয়ে দেন।
মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী গণমাধ্যমকে জানান, শ্রীমঙ্গল সড়কে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকেলে এক মোটরসাইকেল চালককে জেরা করায় সে নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
মন্তব্য করুনঃ