• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫৮:০০ (02-May-2024)
  • - ৩৩° সে:

প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ছে ৭০ পয়সা পর্যন্ত: প্রতিমন্ত্রী


মঙ্গলবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩০



প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ছে ৭০ পয়সা পর্যন্ত: প্রতিমন্ত্রী

ছবি: সংগ্রহীত

চ্যানেল এস ডেস্ক: 

বিদ্যুতের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার বিভিন্ন স্তরে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ পয়সা থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানোর ঘোষণা আসতে পারে। 

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই নতুন দর কার্যকর হবে।’  

দাম বাড়ানোর কারণ জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ওপর ভর্তুকি দেওয়া থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা দরকার। বর্তমানে আমরা বিদ্যুৎ খাতে বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছি। দাম বাড়িয়ে এটাকে সমন্বয় করা হবে।’ 

এর আগে সরকার ২০২৩ সালে তিন দফায় বিদ্যুতের মোট দাম ১৫ শতাংশ বাড়িয়েছিল। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ