বিনোদন ডেস্ক:
দেশের স্বনামখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সন্তান কুমার নিবিড় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে কানাডার টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৫ মাস ধরেই সেখানে চিকিৎসা চলছে তার।
আজ বুধবার সকালে সন্তান নিবিড়কে নিয়ে কথা বলেছেন তার বাবা কুমার বিশ্বজিৎ।
তিনি বলেন, 'আমার সবকিছু এই সন্তানকে ঘিরে, আমার পুরো দুনিয়াটা থেমে আছে। এমন অবস্থায় একজন পিতা কেমন থাকতে পারে। আমার আশা, ভালোবাসা ভবিষ্যৎ, সবকিছু নিবিড়কে নিয়ে। একজন পিতা হিসেবে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। নিবিড়ের শারীরিক অবস্থা এখন অনেক উন্নতির দিকে। কেউ কিছু বললে সেটা বুঝতে পারে। তার দিকে তাকিয়ে থেকে সাড়া দেয়। বুঝতে পারে তাকে কিছু বলা হচ্ছে। দেরি আছে পুরোপুরি সুস্থ হতে। রিহ্যাবে নেওয়ার পর ফিজিওথেরাপি, স্পিচথেরাপি, স্টিমিউলেটেড থেরাপি এসব দিতে হবে। দীর্ঘমেয়াদী কাজ এসব।'
তিনি আরও বলেন, 'আমি ও নিবিড়ের মা চেষ্টা করে যাচ্ছি। ওর মা সন্তানের জন্য খুব কষ্ট করছেন। আমাদের জন্য খুব কঠিন একটা সময়। আমাদের পরিচিত স্বজন অনেকেই আছেন। তারাও দেখাশোনা করেন। ধীরে ধীরে ভালো হয়ে যাবে আশা করছি। দীর্ঘদিন হাসপাতালে শুয়ে থাকার কারণে শরীর অসাড় হয়ে আছে। একটু একটু করে ঠিক হবে। গত দুই মাস থেকে তাকে চেয়ারে বসানো হচ্ছে। চেয়ে থেকে আমাদের চিনতে চেষ্টা করে। ডাকলে তাকিয়ে থাকে মুখের দিকে।'
'তার তাকানো দেখে বুঝতে পারি হয়তো চিনতে পারছে', যোগ করেন তিনি।
কুমার বিশ্বজিৎ গত ১৮ এপ্রিল তিন সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আবার কানাডায় ফিরে যাবেন। গত বছরের নভেম্বরে আরেকবার ঢাকায় এসেছেন। এবার এসে একটা অনুষ্ঠানে অংশ নিয়ে গানও গেয়েছেন তিনি।
মন্তব্য করুনঃ