মাগুরার শালিখায় দুটি সৌর সেচ পাম্প প্রকল্পের ইলেকট্রিক তার কেটে নেয়ার প্রতিবাদে ও সেচ পাম্প দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে উত্তর পাড়া এলাকায় সোমবার বেলা ১১ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী কৃষকরা বলেন, কিছু দুষ্কৃতীকারী এই সৌর সেচ পাম্প প্রকল্পের ইলেকট্রিক তার কেটে নিয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে সেচ পাম্প। পানির অভাবে ধানের চারা রোপন করতে পারছেন না তারা। বন্ধ হয়ে আছে একশো জন কৃষকের প্রায় ১৫০ বিঘা জমির চাষাবাদ। পাম্পের তার কেটে নেয়ায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান কৃষকরা।
মন্তব্য করুনঃ