• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১২:৩১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

মাগুরায় সড়ক দুর্ঘটনা; নিহত-১,আহত ৩


বৃহঃস্পতিবার ১৫ই ডিসেম্বর ২০২২ দুপুর ০১:১৬



মাগুরায় সড়ক দুর্ঘটনা; নিহত-১,আহত ৩

ফাইল ফটো

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় সড়ক দূর্ঘটনায় এক নার্সারী বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩ জন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সীমাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী নরসিংদী জেলার সানেরবাড়ি এলাকার মৃত শাহাজ উদ্দিনের ছেলে। 

মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, মাগুরার সীমাখালী বাজার এলাকায় নরসিংদী থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও ৩ জন। আহতরা হলেন নিহতের ছেলে শান্ত মোল্যা, বাসের হেলপার ইলিয়াস হোসেন ও সুপার ভাইজার আমির হোসেন।

আহতদের মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->