মোঃ রাশেদ, চট্টগ্রাম প্রতিনিধি :
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সিদ্ধিলাভের “দ্বিশতবর্ষ পূর্তি স্মরণ উৎসব” উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে “ইন্টান্যাশনাল সোসাইটি অফ লোকনাথ” এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণ উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ লোকনাথ সেবাশ্রম সংঘের সভাপতি নব কুমার দাস।
পরে লোকনাথ ব্রহ্মচারীর দ্বিশতবর্ষ পূর্তি স্মরণ পরিষদের সভাপতি দুলাল কান্তি দে’র সভাপতিত্বে ও সদস্য সচিব দীপংকর দাশের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বারদী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের উপদেষ্টা অশোক মাধব রায়।
প্রধান বক্তা ছিলেন বারদী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের সদস্য সচিব শংকর কুমার দে। এসময় সুশান্ত চাটার্জী সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ