ওবায়েদুর রহমান, ভাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার(৫ জানুয়ারী) বিকেলে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাঙ্গা খাদ্য গুদাম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মজিবুর রহমান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাদাৎ হোসেন।
এসময় ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ