• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:২৫:৫৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

“প্রয়োজনে ৫০% বেশি ইভিএম থাকবে কুমিল্লায়” নির্বাচন কমিশনার


বৃহঃস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২৫



“প্রয়োজনে ৫০% বেশি ইভিএম থাকবে কুমিল্লায়” নির্বাচন কমিশনার

ছবি: সংগ্রহীত

রাজিব সাহা/ কুমিল্লা প্রতিনিধি:

প্রয়োজনে ৫০ শতাংশ বেশি ইভিএম থাকবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে। কোন সঙ্কট সৃষ্টি হবে না। কারিগরি সহায়তায় থাকবেন দক্ষ কারিগর। এর পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলকে সহযোগী হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।  ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

সভায় সভাপতি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, র‌্যাব ১১ অধিনায়ক সহ অনেকেই। সভায় নির্বাচন কমিশনারের কাছে নিজেদের মতামত তুলে ধরেন প্রার্থীরা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->