কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর পাড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধভাবে গড়ে তোলা ঘর ও দোকানপাট।
বুধবার দুপুরে কয়া ইউনিয়নের কয়া ইকোপার্ক এলাকায় এ অভিযান চালানো হয়। ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আমিরুল আরাফাত।
এসময় কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা গোলাম সরোয়ার হোসেন সহ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সুনিদ্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিরুল আরাফাত।
মন্তব্য করুনঃ