মফস্বল ডেস্ক :
ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তের হামলায় সাবেক ইউপি সদস্য রব হাওলাদার ও তার ভাতিজা নিহত হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) রাতে জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতদের স্বজনরা জানান, সোমবার রাতে রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন জগাইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে দুর্বত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়৷ গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্ত্যবরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্থানীয় একটি মাদকচক্র পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
মন্তব্য করুনঃ