• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:২৮:৩৮ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

০৭:২৯ পিএম, ২০ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
জেলার খবর

কুমারখালীতে কিস্তির টাকা তুলতে গিয়ে গণধর্ষণের শিকার এনজিও কর্মী


বৃহঃস্পতিবার ২০শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২৯



কুমারখালীতে কিস্তির টাকা তুলতে গিয়ে গণধর্ষণের শিকার এনজিও কর্মী

কুষ্টিয়ার কুমারখালীতে কিস্তির টাকা তুলতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক এনজিও কর্মী। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় থানায় নিয়ে আসেন। ভুক্তভোগী ওই নারী কুমারখালীর সিও নামের একটি এনজিওর মাঠকর্মী। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এঘটনায় রাতেই থানায় মামলা করেছেন ওই এনজিও কর্মী। পরে অভিযান চালিয়ে রাত তিনটার দিকে তিনজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো - বজরুক বাঁখই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রবিন, আবু বক্কর সিদ্দিকীর ছেলে মো. মাসফিকুর এবং দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. রাসেল। কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->